ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ৩ দালালকে দণ্ড

প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৮ আগস্ট ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিহ্নিত তিন দালালকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এ অর্থদণ্ড করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌরশহরের মধ্যপাড়া এলাকার মকবুল মিয়ার ছেলে জালাল মিয়া (৩০), পাইকপাড়া এলাকার হারাধন বিশ্বাসের স্ত্রী মায়া রাণী বিশ্বাস (৫০) ও মৌড়াইল এলাকার লিটন মিয়ার স্ত্রী পাপিয়া (২৮)। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জাগো নিউজকে জানান, দণ্ডপ্রাপ্তরা সকলেই তাদের দোষ স্বীকার করেছেন। তাই তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সদর হাসপাতাল থেকে দালাল চক্রের ওই তিন সদস্যকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আজিজুল সঞ্চয়/এসএস/আরআইপি

আরও পড়ুন