ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৮ আগস্ট ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে সাকিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে আখাউড়া পৌরশহরের খালাজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিব পৌর এলাকার নারায়ণপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে এবং স্থানীয় নূরপূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে সাকিব তার বোনের সঙ্গে পৌর এলাকার খালাজোড়া বিল থেকে নৌকায় চড়ে বাড়িতে ফিরছিল। এ সময় হঠাৎ তার বোন নৌকা থেকে পানিতে পড়ে যায়। সাকিবও তার বোনকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়।

কিন্তু এ ঘটনায় সাকিবের বোন নৌকা ধরে বেঁচে গেলেও সাকিব নিজে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে সাকিবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিজুল সঞ্চয়/এসএস/এমএস

আরও পড়ুন