ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে ১ মাসে ৫৭৫ জন গ্রেফতার

প্রকাশিত: ০২:৫২ এএম, ২৫ আগস্ট ২০১৬

ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে এক মাসে বিভিন্ন মামলার ৫৭৫ জন আসামি গ্রেফতার হয়েছে। অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র, ১০ লাখ টাকার হেরোইন ও ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ২১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযান থেকে এ তথ্য পাওয়া গেছে।

অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছে সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্টভুক্ত, অস্ত্র, মাদক ও নিয়মিত মামলার আসামি।

Ishurdi

থানা সূত্রে জানা গেছে, আসামি গ্রেফতারের এই সংখ্যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বাধিক। গ্রেফতারদের মধ্যে দেড় থেকে ৬ বছর পর্যন্ত বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।

এরা পুলিশের নজর এড়িয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬২ জনকে ইতোমধ্যে বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হয়েছে। অবশিষ্ট ৪৯১ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও বেশির ভাগই ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। এদের মধ্যে অধিকাংশই নাশকতা মামলায় জামায়াত-শিবিরের কর্মী।

আলাউদ্দিন আহমেদ/এসএস/এবিএস

আরও পড়ুন