নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নোয়াখালীর সুবর্ণচরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সুমন নাথ (৪০)। আহতরা হলেন- মুক্তা রানী নাথ (৩৮), মেয়ে সাথী রানী (১১) ও অনিতা রানী নাথ (৭)। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, সুবর্ণচর থেকে সিএনজিচালিত অটোরিকশায় মাইজদী যাওয়ার পথে আল আমিন বাজারের দক্ষিণে ভাঙ্গার পোল এলাকায় বিপরীত দিক থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস নামের একটি বাস ধাক্কা দেয়।
এতে সিএনজিতে থাকা একই পরিবারের ৪ জন আহত হয়। গুরতর আহত অবস্থায় ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মুক্তা রানী নাথের ভগ্নিপতি সুমন নাথের মৃত্যু হয়।
মিজানুর রহমান/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের জনসভা: গাজীপুরের রাজবাড়ী ময়দানে উৎসব আমেজ
- ২ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ৩ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৪ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা