ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে ট্রলার ডুবে নিহত ১

প্রকাশিত: ০৭:০৯ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

বাগেরহাট শহরের ভৈরব নদীর কেশবপুর এলাকায় প্রবল স্রোতে ট্রলার স্লুইচগেটে পেতে রাখা মাছ ধরার জালে জড়িয়ে নাজমুল হোসেন (১৪) নামের এক কিশোর মারা গেছে। এ সময় আরো ৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ ব্রিজসংলগ্ন গোটাপাড়া ইউনিয়নের কেশবপুর স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল দেপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।

এলাকাবাসী জানায়, শখের বসবর্তী হয়ে বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখসহ ৫ জন ট্রলারে করে জাল নিয়ে ভৈরব নদীতে মাছ ধরতে যায়। নদীর বিভিন্ন এলাকায় সারারাত মাছ ধরে ওই ৫ জন সকালে ট্রলারে করে বাড়ি ফিরছিল।

এ সময় শহরের ভৈরব নদীর মুনিগঞ্জ ব্রিজ সংলগ্ন গোটাপাড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের স্লুইচ গেট অতিক্রম করার সময় প্রবল স্রোতের টানে ট্রলারটি গেটে ধাক্কা খেয়ে ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা অন্য ৪ জন কম বেশি আহত হয়ে সাঁতরে উঠতে পারলেও কিশোর নাজমুল হোসেন স্লুইচগেটের মুখে পেতে রাখা জালে জড়িয়ে যায়।

পরে স্থানীয় লোকজন জালে জড়িয়ে নিহত নাজমুলের মরদেহ উদ্ধারসহ অপর আহতদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের প্রাথমিক চিৎকিসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। নিহত নাজমুল হেসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে রয়েছে।

শওকত আলী বাবু/এসএস/এবিএস

আরও পড়ুন