ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাম্পাকো মালিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০৫:৫০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬

টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করে মালিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও টাম্পাকো কারখানাকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে কারখানার শ্রমিক-কর্মচারীরা।

শনিবার সকালে কারখানার পাশে টঙ্গী-ঘোড়াশাল সড়কের আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

tampako

আধাঘণ্টা ব্যাপী এ কর্মসূচিতে ‘টাম্পাকো পুড়লো কেনো, তিতাস গ্যাস জবাব চাই’, ‘ টাম্পাকো পরিবার বাঁচাতে প্রধানমন্ত্রীর সাহায্য চাই’, ‘ টাম্পাকো বাঁচলে টাম্পাকো পরিবার বাঁচবে’, ‘ সুখে ছিলাম, দুখে আছি আমরা টাম্পাকোকে ভালবাসি’, ‘ টাম্পাকোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’ ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে কারখানার শতাধিক শ্রমিক-কর্মচারী মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কারখানার অপারেটর জাহিৎকর হোসেন, দেলোয়ার হোসেন, লিটন, মজিবুর রহমান ও আব্দুর রহিম প্রমুখ।   

আমিনুল ইসলাম/এফএ/এমএস

আরও পড়ুন