ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মনপুরায় অপহৃত ১৫ জেলের ৯ জন উদ্ধার

প্রকাশিত: ১১:৪২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬

ভোলার মনপুরার মেঘনা নদী থেকে ট্রলারসহ অপহৃত ১৫ জেলের ৯ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারটিও উদ্ধার করা হয়েছে।

অপহরণের ১২ ঘণ্টা পর রোববার বিকেলে ঢালচরের গহীন বন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিকেলে কোস্টগার্ডের দক্ষিণ জোন কমান্ডার মনির আহসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার ভোরে মনপুরার জাগলার চর এলাকার মেঘনা মোহানায় মাছ ধরার সময় ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করে জলদস্যুরা। পরে এদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়।

এমন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ড কর্মকর্তা লে. ওমর ফারুকের নেতৃত্বে একটি টিম মনপুরা ও হাতিয়া সীমানার ঢালচরে অভিযান চালায়। এ সময় জলদস্যুরা একটি ট্রলার ও ৯ জেলেকে রেখে পালিয়ে যায়।

অমিতাভ অপু/এএম/পিআর