মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ
প্রতীকী ছবি
মঠবাড়িয়ায় চেতনা নাশক ওষুধ খাইয়ে সৌদি প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে সোমবার রাতে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারী তিনদিন অজ্ঞান থাকার পর জ্ঞান ফিরলে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে মঙ্গলবার দুপুরে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠায় থানা পুলিশ।
এ ঘটনায় সোমবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে তিন ধর্ষককে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের দেলোয়ারের ছেলে বখাটে নাঈম (২০), আব্বাসের ছেলে রাসেল (২৪), ইসমাইল খানের ছেলে নিজাম (২৮) ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। ধর্ষিতার বাবা দুইমাস আগে সাগরে মাছ ধরতে গেলে বখাটেরা সুযোগের অপেক্ষায় ওৎ পেতে থাকে।
ঘটনার দিন শনিবার ধর্ষিতার বৃদ্ধা নানী প্রতিদিনের ন্যায় এলাকায় ভিক্ষা করতে গেলে কৌশলে ওই লম্পটরা খাবারের সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে রাখে। পরে ওই খাবার খেয়ে প্রবাসীর স্ত্রী অচেতন হয়ে পড়ে। এসময় শিশু সন্তান দুটি পাশের বাড়ি টিভি দেখতে গেলে তিন বখাটেসহ অজ্ঞাত আরও দুই তিনজন গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার পরের দিন রোববার সকালে অজ্ঞান অবস্থায় এলাকাবাসী ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার তার জ্ঞান ফেরে।
মঠবাড়িয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
হাসান মামুন/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের শঙ্কায় জামায়াত প্রার্থীর অভিযোগ
- ২ চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
- ৩ পোস্টাল ব্যালটে নিবন্ধন করেননি নোয়াখালীর ৭৯% নির্বাচনি কর্মকর্তা
- ৪ হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
- ৫ রাতের আঁধারে পুকুর খনন, রাজশাহীতে আবাদি জমি কমেছে ১৬ হাজার হেক্টর