ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সীগঞ্জে বিএনপি`র ৪ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

মুন্সীগঞ্জে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ বিএনপির ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদুল ইসলাম মিয়া, বিএনপি কর্মী আবু সাঈদ খোকন ও আবুল কাশেম।
 
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, রোববার গভীর রাতে উপজেলার কুচিয়ামোড়া এলাকার বাড়ি থেকে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
 
অন্যদিকে সদর থানার সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম বলেন, রোববার গভীর রাতে উত্তর ইসলামপুর এলাকা থেকে আবু সাঈদ খোকন ও নতুনগাঁও এলাকা থেকে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়।
 
দুই থানার পুলিশ কর্মকর্তাই দাবি করেছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরতাল ও অবরোধে নাশকতার পরিকল্পনা ও শহরের বিভিন্ন স্থানে পিকেটিংয়ের অভিযোগ রয়েছে।

এআরএস/এমএস