সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার
সুন্দরবনের সুপতি এলাকার শাপলা খাল থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা এলাকায়।
কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর লোকজন ওই চার জেলেকে আটক করে পরিবারের নিকট থেকে মুক্তিপণ দাবি করে আসছিল। টাকা না পেলে তাদের হত্যা করা হবে এমন খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা সোমবার বেলা সাড়ে ১১টায় সুন্দরবনের সুপতি এলাকার শাপলা খালে অভিযান চালায়।
বনদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মুক্তিপণের দাবিতে আটক চার জেলেকে শাপলা খালে ফেলে পালিয়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা চার জেলেকে উদ্ধার করে মংলা ঘাটিতে নিয়ে আসে। উদ্ধারকৃত জেলেদের মধ্যে রয়েছে বরগুনার পাথরঘাটা এলাকার শ্যামল, বিমল, খমল ও শিপু।
শওকত আলী বাবু/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান