সুন্দরবনে অস্ত্রসহ দুই বনদস্যু গ্রেফতার
সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা করেছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়। মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে তাদের রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুঁটিয়া এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা তাদের গ্রেফতার করে।
তারা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের খান আনোয়ার হোসেনের ছেলে খান আশরাফ হোসেন রাজু (৪০) এবং বাগেরহাটের রামপাল উপজেলার রণসেন গ্রামের মাজেদ আলী শেখের ছেলে ইউনুস আলী শেখ (৩২)।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ বলেন, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুঁটিয়া এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সেখানে অভিযানে চালান।
এসময় বনদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে একটি বিদেশি বন্দুকসহ ধরে ফেলে। বাকিরা বনের গহীনে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, সম্প্রতি সাগরে ও সুন্দরবনের নদীতে বনদস্যুদের হাতে জেলে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় কোস্টগার্ড ওই সব এলাকায় অভিযান জোরদার করেছে। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শওকত আলী বাবু/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান