ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় ৪ জলদস্যু আটক

প্রকাশিত: ১০:৪৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬

ভোলার মেঘনা নদীর মাঝের চর থেকে অস্ত্রসহ জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ ৪ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন টিম।

আটকরা হলেন. মো. জাহাঙ্গীর আলম ( ৪০), জয়নাল আব্দীন ( ৪৫), মো. গিয়াস উদ্দিন ( ৪২) ও মো. বাবুল ( ৫০)। শুক্রবার সকালে মাঝের চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন অপারেশন অফিসার লেঃ নাজিউর রহমান ও গোয়েন্দো সদস্য এসএম সেলিমের নেতৃত্বে একটি টিম।

বিকেলে কোস্টগার্ডের দক্ষিণ জোন তথ্য সেলে এক প্রেস ব্রিফিংকালে কোস্টগার্ড কমান্ডার জানান, জলদস্যু জাহাঙ্গীর বাহিনী চরে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদেই কোস্টগার্ড অভিযানে নামে। জব্দকৃত অস্ত্রের মধ্যে ছিল, একটি এলজি (লোকাল গান), ২টি রাম দা, ২টি দা।

অমিতাভ অপু/এমএএস/পিআর