ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেতুর রেলিং ভেঙে প্রাইভেটকার নদীতে : নিখোঁজ ৩

প্রকাশিত: ০৭:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর (বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নদীতে পড়ে গেছে। এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে।

শনিবার রাত সোয়া ১২টার দিকে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরে এ ঘটনা ঘটে। এতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, রাত ১২টার পর একটি প্রাইভেট উচ্চস্বরে গানবাজিয়ে বেপরোয়াভাবে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ব্রিজের মাঝামাঝি গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।

তিনি আরো জানান, ব্রিজের টোলঘরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে যে গাড়িটিকে সন্দেহ করা হচ্ছে। এতে ৩-৪ জন যুবক ছিলো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্টোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, উদ্ধার অভিযানে ডুবুরি দল কাজ করছে। ধারণা করা হচ্ছে ওই প্রাইকারে তিনজন যাত্রী ছিলো। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।



ভবতোষ চৌধুরী নুপুর/আদনান রহমান/এএম