ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ১০:০৭ এএম, ০১ অক্টোবর ২০১৬

ভোলায় সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন, সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের আ. সোবাহানের ছেলে রাজিব (২২) ও দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্ল্যাহ গ্রামের আনসার মোল্লার ছেলে আল-আমিন (২০)। তারা দুইজনই রাজমিস্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোলা পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়ির পাশে গনি রাজের বাড়িতে গত প্রায় দুই মাস ধরে ১৫/১৬ জন শ্রমিক নির্মাণ কাজ করে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে শ্রমিক রাজিব ও আল-আমিন নির্মাণাধীন বাড়ির এক তলা ভবনের নিচ তলায় সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে যান।

দীর্ঘদিন পার হলেও তারা ট্যাঙ্কের ভেতর থেকে না আসায় অন্য শ্রমিকরা ডাকতে গিয়ে দেখেন রাজিব ও আল-আমিন মৃত্যু অবস্থায় পড়ে আছে। পরে শ্রমিকরা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৌহিদুর রহমান বলেন, তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।  সেফটিক ট্যাঙ্ক দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ভেতরে মিথেল গ্যাস তৈরি হয়েছিল। আর ওই মিথেন গ্যাসে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে।

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অমিতাভ অপু/এআরএ/এবিএস