ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মনপুরায় নৌকায় বজ্রপাতে ২ জেলে নিহত

প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৪ অক্টোবর ২০১৬

ভোলার মনপুরায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলে নিহত ও দুই জেলে আহত হয়েছেন।

নিহতরা হলেন, জলিল মিস্ত্রী ও সাকিল। এসময় আহত হয়েছেন মো. ফরিদ উদ্দিন ও শাহ আলম। তারা সবাই ফরিদ মাঝির ট্রলার নিয়ে মাছ ধরছিলেন।

সোমবার রাতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই জলিল মিস্ত্রী মারা যান ও নদীতে পড়ে নিখোঁজ হন সাকিল। পরে মঙ্গলবার দুপুরে সাকিলের মরদেহ উদ্ধার করা হয়।

মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

অমিতাভ অপু/এফএ/এবিএস