ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে সোয়া দুই কোটি মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দুই কোটি ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার বাজার মূল্য এক কোটি ১৫ লাখ টাকা।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে রামেরগাঁও এলাকার খান শিপিং নেট কারখানায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু ও র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মাসুদ আনোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে উদ্ধারকৃত অবৈধ মালামাল মুন্সিগঞ্জ শহরের নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদীর পাড়ে ধ্বংস করা হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/এবিএস