ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় ৪নং কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

ভোলার বোরহানউদ্দিনের শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের ৪নং কূপের ডিলিং শেষে পরীক্ষমূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় গ্যাস মজুদ পরীক্ষা ও উত্তোলনের বিষয় নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ডিজিএম মো. জিল্লুর রহমান।

গত ২২ জুলাই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে গ্যাসকূপের ডিলিং কাজের উদ্বোধন করেন। ওই দিন আরো উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ, বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান।

এদিকে, বিশেষজ্ঞদের ধারণা ভোলায় গ্যাসের মজুদ ৩ ট্রিলিয়ন ঘনফুট ছাড়িয়ে যাবে। যা দেশের বৃহত্তম গ্যাস মজুদক্ষেত্র হবে। বাপেক্স নিয়ন্ত্রিত ৪নং কূপ থেকেই উত্তোলনকৃত গ্যাস ভোলার বোরহানউদ্দিনে স্থাপিত ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দেয়া হবে বলেও জানান ডিজিএম জিল্লুর।

ওয়ার্কওভার উদ্বোধনের পর থেকে দুই মাস ১৩ দিনে কূপের ডিলিং সম্পন্ন হয়। একই সঙ্গে গ্যাসের মজুদ স্তর চিহ্নিত হয়েছে। সাড়ে চার হাজার মিটারের মধ্যেই তিনটি গ্যাসের স্তর রয়েছে।

বাপেক্স সূত্র জানায়, বর্তমানে মজুদ গ্যাস থেকে বাণিজ্যিকভাবে ২২৫ মোওয়াট ও ২৪ মেগাওয়াট দুইটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু রয়েছে।

অমিতাভ অপু/এআরএ/আরআইপি