ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে পাহাড় ধসে নিহত ১

প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বান্দরবানে পাহাড় ধসে জাকারিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

রোববার দুপুরে জেলা সদরের ছিদ্দিকনগর এলাকায় এ ঘটনা ঘটে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে একটি সড়ক নির্মাণের জন্য পাহাড় কাটছিল ৮ শ্রমিক। এসময় কাটা পাহাড়ের একটি অংশ ধসে পড়লে ঘটনাস্থলে জাকারিয়া মারা যায়। তার বাড়ি কক্সবাজার জেলার কোণাপাড়া এলাকায়।

আহতরা হলেন, জিহান (২৮), মুসলিম (৩৫) এবং স্বপন বড়ুয়া (৩০)। তাদের দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেছে। গুরুতর আহত অবস্থায় জিহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএএস/পিআর