মনপুরায় ৪০ মণ ইলিশসহ দুই জেলে আটক
ভোলার মনপুরায় মা-ইলিশ রক্ষা অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের নেতৃত্বে ৪০ মণ কাটা ইলিশসহ দুজনকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় দুটি বেহুন্দি জাল, দুই হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়।
আটকরা হলেন- ফয়সাল ও জামাল মাঝি। এদের বাড়ি মনপুরা ও হাতিয়া উপজেলায়। আটক জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাটে অভিযান চালানো হয়। এ সময় ড্রামভর্তি লবণ দেয়া ৪০ মণ কাটা ইলিশ, জালসহ দুই জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা এসব মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান।
এএম/এবিএস