ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইলেকট্রনিক ডিভাইস নেয়ায় ৩ পরীক্ষার্থীর দণ্ড

প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৬

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা কোঠায় প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিন পরীক্ষার্থীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে এই দণ্ডাদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীরা হলেন, বোদা উপজেলার লক্ষ্মীপাড়ার দেবভূষণের স্ত্রী প্রভা রাণী (রোল নং-১০২৮২), সদর উপজেলার আতিয়ার রহমানের মেয়ে শিরিন আক্তার (রোল নং-১০২০৫) এবং মজির উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (রোল নং-১০০৭০)।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (মুক্তিযোদ্ধা বিশেষ) পরীক্ষা চলাকালে মুঠোফোনের মাধ্যমে কথা বলে উত্তর দিচ্ছিলেন কয়েকজন পরীক্ষার্থী। এসময় কেন্দ্র পরিদর্শকরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ও সহকারী কমিশনার অনিমেষ বিশ্বাস প্রভা রাণীকে, সহকারী কমিশনার রনি আলম নুর শিরিন আক্তারকে এবং পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা মুনতাজেরী দীনা জান্নাতুল ফেরদৌসকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।   

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সফিকুল আলম/এআরএ/আরআইপি