শরীয়তপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে : আহত ১০
শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার গোসাইরহাট উপজেলার আব্দুর রাজ্জাক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাসের সুপারভাইজার মিন্টু ঢালী (২৫), শামিম (২৫), জয়নাল (৩০), শাহদাত হোসেন খান (৪২), আবুল কালাম খান (৩৫), ডাক্তার বাতেন (৪০) ও আবুল সরকার (৩৮)। আহতদের গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী গ্লোরী এক্সপ্রেস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে গোসাইরহাট ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ছগির হোসেন/এফএ/এমএস