ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে বিদ্রোহী ৪ আ.লীগ ১

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ৩১ অক্টোবর ২০১৬

শরীয়তপুরে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে ৫টি ইউনিয়নের নির্বাচন স্থগিত থাকে। সোমবার নির্বাচন হওয়ায় একটিতে নৌকা বাকি চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মাহমুদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাজাহান ঢালী ২ হাজার ৬১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শাহ আলম মুন্সী পেয়েছেন ৮৪০ ভোট।

নড়িয়া উপজেলার নশাসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. বাবুল হোসেন মোল্যা ৩ হাজার ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দেলোয়ার হোসেন তালুকদার পেয়েছেন ১ হাজার ৬৯৪ ভোট।

ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মীর মো. মামুন ৩ হাজার ৫২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান লিটন মোল্যা পেয়েছেন ৩ হাজার ১৩৫ ভোট।

গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. উসমান গণি বেপারি ৩ হাজার ৭৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. আমজাদ হোসেন বেপারি পেয়েছেন ২ হাজর ৬৭৮ ভোট ও কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নাছির উদ্দিন স্বপন ৬ হাজার ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল বাশার মুন্সী পেয়েছেন ২ হাজর ৩৯৬ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মাহমুদপুর, নশাসন, ছয়গাঁও, আলাওলপুর ও কুচাইপট্রি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

তবে নির্বাচনী কেন্দ্রগুলোতে বড় কোনো সহিংসতা হয়নি। অন্যদিকে ৪ ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগে মনোনীত কোনো প্রার্থীই জয় লাভ করতে পারেননি।

মো. ছগির হোসেন/এএম /এআরএ/এবিএস