ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালুখালীতে আ.লীগ প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৬

রাজবাড়ীর কালুখালী উপজেলার ৩নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মোছা. হালিমা বেগম নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাসদের আবু হাসেম শেখ মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৭৮ ভোট।

চলতি বছরের ১২ আগস্ট আওয়ামী লীগ থেকে মনোনীত চেয়ারম্যান শের আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাতে এ ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শুন্য হয়ে যায়।

এই উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রয়াত ইউনিযন পরিষদ চেয়ারম্যান শের আলীর স্ত্রী মোছা. হালিমা বেগম আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে জাসদ মনোনীত প্রার্থী আবু হাসেম শেখ মশাল প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেন।

রুবেলুর রহমান/এমএএস/এবিএস