ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরীক্ষা কেন্দ্রে ভিমরুলের কামড়ে ৬ পরীক্ষার্থী হাসপাতালে

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০১ নভেম্বর ২০১৬

ভোলার চরফ্যাশনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্রে ভিমরুলের আক্রমণে ৬ পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করায় তারা আর পরীক্ষা দিতে পারেনি।
 
মঙ্গলবার সকালে উপজেলার টিভি মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষা কেন্দ্রের বালিকা বিদ্যালয় ভেন্যুর ২৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে টিভি মাধ্যমিক বিদ্যালয় ও ভূইয়ারহাট মাধ্যমিক বিদ্যালয়সহ ২৯টি স্কুলের ১ হাজার ৪৭০ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দিচ্ছিল। সকাল সাড়ে ১১টার দিকে ২৮ নম্বর কক্ষে ভিমরুল ঢুকে অভি, রাসেল, অরুন ও মাহিনসহ ছয় পরীক্ষার্থীকে কামড় দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
 
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহিন আরা আক্তার বলেন, ভিমরুলের কামড়ে ছাত্ররা মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাই এই মুহূর্তে তাদের আর পরীক্ষা দেয়া সম্ভব হচ্ছে না।
 
বিষিয়টি নিশ্চিত করে টিভি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সুপার ও ভূইয়ারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন বলেন, ওই কক্ষের ভেন্টিলেটরের ভেতরে ভিমরুলের বাসা ছিল। ধারণা করা হচ্ছে- ওই বাসায় পাখি বসেছিল। তখন ভিমরুল পরীক্ষা কেন্দ্রে এসে আক্রমণ করে।
 
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন বলেন, ওই কেন্দ্রের দায়িত্ব কেন্দ্রের সচিব ও কেন্দ্র সুপারের। তাদের পরীক্ষার আগেই কেন্দ্রটি বা ভেন্যুর আশপাশ দেখা উচিত ছিল।

এআরএ/আরআইপি