ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্তিযোদ্ধাকে পেটানোর ভিডিও ভাইরাল

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৮ নভেম্বর ২০১৬

ঝিনাইদহের শৈলকূপায় এক প্রবীণ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতার ওপর সাম্প্রতিক হামলার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সিসি ক্যামেরায় ধরা পড়া সেই ভিডিও এখন বাংলাদেশে ভাইরাল। মারাত্মক আহত প্রৌঢ় এই মুক্তিযোদ্ধা ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, টেন্ডার নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধার উপর এই হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি এবং শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোনা সিকদারের অনুসারী বলে সাংবাদিকদের জানিয়েছেন ওই মুক্তিযোদ্ধার স্বজনরা।

জানা যায়, সোনা সিকদার এক সময় জাসদ করতেন। প্রবীণ মুক্তিযোদ্ধা মুক্তারের উপর হামলার ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নানা মহল থেকে সমালোচনার ঝড় উঠে।

ভিডিওচিত্রে দেখা যায়, হামলাকারীরা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। ঘটনার পাঁচদিনের মাথায় জেলা জজ আদালত থেকে জামিন পেয়ে বর্তমানে তারা মুক্ত রয়েছেন।

আক্রান্ত মুক্তার মৃধার ছেলে সুমন মৃধা বলেন, হামলাকারীদের মধ্যে প্রথমে আঘাত করে যাদব। যাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোনা সিকদারের বডিগার্ড হিসাবে স্থানীয়রা চেনেন। এরপরই হাতুড়ি দিয়ে পায়ে আঘাত করে রিপন। এই ব্যক্তিও সোনা সিকদারের বডিগার্ড। দৃশ্যপটে উপস্থিত তৃতীয় ব্যক্তি হরিহারা গ্রামের সুমন। তিনি সোনা সিকদারের ছেলে ইকুর সঙ্গে চলাফেরা করেন।

ভিডিওতে লালগেঞ্জিপরা সুমনের হাত থেকে লোহার পাইপ কেড়ে নিয়ে আক্রমণে দেখা যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন সিকদারকে (সাদা চেক পোলো শার্ট)। উপর্যুপরি ৮টি আঘাত করতে দেখা যায় তাকে। পরে বাঁচাতে আসা লালগেঞ্জি পরা এক ব্যক্তিকেও পেটাতে পেটাতে রাস্তার দিকে নিয়ে যান তিনি।

ভিডিওচিত্রে আরো দেখা যায়, কিছুক্ষণের জন্য আক্রমণ থেমে যাওয়ার পর চাপাতি হাতে এগিয়ে আসে সোনা শিকদারের ‘ক্যাডার’ সাচ্চু। পরপর কয়েকটি কোপ দেন তিনি। সবশেষে দেখা যায় শাওন শিকদারকে আবার তেড়ে এসে পাইপ দিয়ে পেটাতে শুরু করে।  

সুমন মৃধা আরো বলেন, আক্রমণকারীদের সহযোগী হিসাবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কর্নেল, উপজেলা যুবলীগের সভাপতি শামীম মোল্যা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর ছিলেন।



আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস

আরও পড়ুন