ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় ১৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৮ নভেম্বর ২০১৬

নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণের ফলে ভোলায় প্রায় ১৪ হাজার হেক্টর জমির আমন ধান ও শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৩৪ ও শীলকালীন সবজি ২৫০ হেক্টর।

গত শুক্র, শনি ও রোববারের টানা বৃষ্টি ও বাতাসের কারণে আমন ধানের গাছ হেলে পড়েছে। অন্যদিকে শীতকালীন সবজি বিশেষ করে লাউ ও করলা গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সবজিতে পচনের সৃষ্টি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। এতে চরমভাবে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। তবে কৃষি বিভাগ চাষিদের নানাভাবে পরামর্শ দিচ্ছে।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, জেলার সাত উপজেলায় এ বছর এক লাখ ৮০ হাজার হেক্টর জমিতে দেশি জাতের আমন ধান এবং ১০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। এর মধ্যে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট দুর্যোগে ১৩ হাজার ৩৪০ হেক্টর জমির আমন ধান এবং ১ হাজার হেক্টর জমির শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ শতাংশ এবং শীতকালীন সবজি ২৫ শতাংশ। শীতকালীন সবজির মধ্যে রয়েছে লালশাক, পালংশাক, লাউ, করলা ও মুলা।

কৃষকরা জানান, বৃষ্টি ও বাতাসের কারণে আমন ধানের গাছ হেলে পড়ে ক্ষতি হয়েছে। একইভাবে লালশাক, লাউ ও করলাসহ শীতকালীন সবজির ক্ষেতে পচন ধরছে।

এ ব্যাপারে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা বলেন, চাষিদের  দুর্যোগ পরবর্তী পরামর্শ দেয়া হচ্ছে।

ভোলা আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আনোয়ার হোসেন জানান, গত তিনদিনে জেলায় মোট ১৪৭ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে।

ছোটন সাহা/আরএআর/আরআইপি