ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিচ্ছিন্ন সাম্প্রদায়িক হামলা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

প্রকাশিত: ১১:১৩ এএম, ১৩ নভেম্বর ২০১৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, সম্প্রতি বিচ্ছিন্ন কয়েকটি সাম্প্রদায়িক হামলার ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কোনো মন্তব্য করবেন না জানিয়ে তিনি বলেন, আমি মনে করি এ ব্যাপারে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

রোববার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারতীয় ভিসা পেতে নানা জটিলতা নিয়ে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে ভিসা পদ্ধতি অনেক সহজ করা হয়েছে। ব্যবসায়িক ভিসা এবং চিকিৎসা ভিসাসহ ৬৫ বছর বয়সী ভারতগামীদের ভিসা পেতে তারিখ নিতে হচ্ছে না। তবে এখনো কিছু অসুবিধা রয়েছে। আরেকটু ধৈর্য ধরতে হবে। শিগগিরই এসব সমস্যার সমাধান হবে।

এর আগে দুপুর সোয়া ২টায় তিনি বাংলাবান্ধা ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বিকেল ৩টায় পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল তাকে স্বাগত জানান।

এসময় রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, ফাস্ট সেক্রেটারি নিনাদ দেশ পান্ডে, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজন শেষে বিকেল ৪টায় তিনি রংপুরের উদ্দেশ্যে পঞ্চগড় ছেড়ে যান।

সফিকুল আলম/এআরএ/পিআর