ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেতু হলেই ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা : বাণিজ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৩ নভেম্বর ২০১৬

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলায় শিল্প-কারখানা করতে বিদ্যুৎ ও গ্যাস সংকট নেই। এখানে শিল্প-কারখানা হবে। ভোলা-বরিশাল সড়কপথে যাতায়াতের জন্য তেঁতুলিয়া নদীর উপর সেতু নির্মাণ করা হবে। সেতু হলেই ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা।  

রোববার দুপুরে ভোলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ১৫৯তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহরের মহাজনপট্টি এলাকায় ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর, পরিচালক এম এ হাসেম, রিসক ম্যানেজমেন্ট কমিটির পরিচালক ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, ব্যবস্থাপনা পরিচালক মো. আলী।

এসময় ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা বিএনপির সভাপতি গোলম নবী আলমগীর, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ছোটন সাহা/আরএআর/এবিএস