ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পঞ্চগড়ের জগদল এলাকার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার দেলোয়ার হোসেন (২৪) এবং একই এলাকার আশরাফুল ইসলাম (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টায় দেলোয়ার ও আশরাফুল একটি মোটরসাইকেলে পঞ্চগড় আসছিল। এসময় জগদল বাজার থেকে আরেকটি মোটরসাইকেল সড়কে উঠার সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। একই সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক আরোহীসহ মোটরসাইকেল দুইটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দেলোয়ার এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আশরাফুল মারা যান। এ ঘটনায় গুরুতর আহত তিন মটরসাইকেল আরোহী হলেন- তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার শাওন (২০), দ্বীপ (১৫) ও নয়ন (২৫)। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড় সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. আব্দুল কাউয়ুম দুর্ঘটনায় হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/আরএআর/পিআর