মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা : গ্রেফতার ২
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার উত্তর তারাবুনিয়া ও তারাবুনিয়া গ্রামের গড়াইয়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের মজিদ মুন্সি ওরফে কালা মিয়ার ছেলে ফারুক মুন্সি (৪২) ও তারাবুনিয়া গ্রামের গড়াইয়া এলাকার আনিস মোল্লার ছেলে মোতালেব মোল্লা (৪৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুক্তিযোদ্ধা হত্যা ঘটনায় দুজনকে গ্রেফতার করে শনিবার বিকেলে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুস সালাম খানকে স্থানীয় যুবলীগ নেতা ও তার সহযোগীরা মারধর করে। এ ঘটনায় তার মৃত্যু হয়।
পরদিন মঙ্গলবার রাতে নিহতের ছেলে শামসুল আলম খান বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু হাওলাদার ও শাহ আলমসহ নামধারী ৮ জনসহ আরো তিন-চারজনকে আসামি করে রাজাপুর থানায় হত্যা মামলা করেন।
এ ঘটনায় ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মানিক হার রহমানকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
মোঃ আতিকুর রহমান/এএম/আরআইপি