ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন আসমা

প্রকাশিত: ১১:৩৫ এএম, ২১ নভেম্বর ২০১৬

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের আসমা বেগম। তার কোলজুড়ে এসেছে ফুটফুটে ৩ কন্যাসন্তান। বর্তমানে নবজাতকরা রাজিহার মারিয়া মাদার ক্লিনিকে সুস্থ আছে।

মারিয়া মাদার ক্লিনিকের ডা. উত্তম কুমার বক্সী জানান, রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যাসন্তানের জন্ম দেন মা আসমা বেগম। মাসহ নবজাতকরা সুস্থ রয়েছে।

আসমা ও ইসলাম সরদার দম্পতির এর আগে এক মেয়ে ও এক ছেলে। বাবা ইসলাম সরদার তিন কন্যাসন্তান পেয়ে অনেক খুশি।
 
জানতে চাইলে ইসলাম সরদার বলেন, একসঙ্গে তিন কন্যাসন্তানের বাবা হয়েছি। খুব ভালো লাগছে। আমার পাঁচ সন্তানের জন্য দোয়া করবেন।

সাইফ আমীন/এএম/আরআইপি