ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা : আ.লীগ নেতাসহ রিমান্ডে ৬

প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২২ নভেম্বর ২০১৬

ঝালকাঠির রাজাপুরে মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম খান হত্যা মামলায় প্রধান আসামি ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাচ্চুসহ ৬ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালামের ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে আসামিরা ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।

তারা হলেন, রাজাপুরের  ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম হাওলাদার, হুমায়ুন কবির ও মান্নান ফরাজী।

গত ১৮ নভেম্বর সন্দেহভাজন হিসেবে দিন মজুর ফারুক মুন্সি ও বাদশাকে গ্রেফতার করে রাজাপুর থানা পুলিশ। ঝালকাঠি কোর্ট পুলিশ পরিদর্শক হুমাউন কবির এ তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর বিকেলে ওই মুক্তিযোদ্ধাকে রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের আমতলা ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় পিটিয়ে আহত করা হলে পরেরদিন সকালে তার মৃত্যু হয়।

নিহত আব্দুস ছালাম খান ভান্ডারিয়ার শিয়ালকাঠি এলাকার বাসিন্দা ও একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় নিহতের ছেলে মুরাদ হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মোঃ আতিকুর রহমান/এএম/আরআইপি