ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নাম ঘোষণা

প্রকাশিত: ০২:১২ পিএম, ২২ নভেম্বর ২০১৬

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোলায় জেলা পরিষদ নির্বাচনে দল থেকে চেয়ারম্যান ও সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দলীয় কার্যালয়ে ভোলা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দ দল থেকে তাদের মনোনয়ন দিয়েছেন। এখন কেন্দ্র থেকে চূড়ান্ত মনোনয়নের অপেক্ষা মাত্র। চূড়ান্ত মনোনয়ন পেলেই মাঠে নামবে সম্ভাব্য প্রার্থীরা।

মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। এছাড়া ভোলা সদরে ৩টি ইউনিটে সদস্য পদে দোস্ত মাহমুদ, মো. ইউসুফ, নজরুল ইসলাম গোলদার এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে অধ্যক্ষ শাফিয়া খাতুনকে মনোনয়ন দেয়া হয়।

দৌলতখান উপজেলায় ২টি ইউনিটে সদস্য পদে মো. জাহাঙ্গীর আলম ও আবদুল নাছির খান, বোরহানউদ্দিন উপজেলার ২টি ইউনিটে শাহাজাদ তালুকদার ও  নিরব হাওলাদার। বোরহানউদ্দিন ও দৌলতখানে সংরক্ষিত মহিলা সদস্য পদে ফাতেমা খাইনুর নেছাকে মনোনয়ন দেয়া হয়েছে।

লালমোহন উপজেলার ২টি ইউনিটে মনির হাওলাদার ও মাকসুদ হাওলাদার, তজুমদ্দিনের একটি ইউনিটে ওবায়েদুল্যাহ নাসিম এবং সংরক্ষিত সাবিনা ইয়াসমিন, চরফ্যাশনের ৪টি ইউনিটে নুরুল ইসলাম ভিপি, সাহাবুদ্দিন, আহাম্মদ উল্ল্যাহ, আ. রব হাওলাদার।

উপজেলা থেকে মহিলা সদস্য পদে দিলারা বেগম এবং মনপুরা উপজেলার একটি ইউনিটে মোহাম্মদ সাজাহান এবং মহিলা সদস্য কামরুল নাহার।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভার সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দোস্ত মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, লালমোহন উপিজলো পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মাইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

এছাড়ও জেলার সাত উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান জানান, জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১ ডিসেম্বর। যাচাই-বাছাই করা হবে ৩ ও ৪ ডিসেম্বর। ১১ ডিসেম্বর এবং নির্বাচন ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে।

ছোটন সাহা/এএম/আরআইপি