সিসি ক্যামেরার আওতায় ঝালকাঠি জেলা কারাগার
ঝালকাঠি জেলা কারাগারে তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী সিসি ক্যামেরা স্থাপনের মোড়ক উম্মোচন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মানিকহার রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান, জেল সুপার (ভারপ্রাপ্ত) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী, ব্যবসায়ী নুরুল ইসলাম খলিফা, জেলা মহিলা সংস্থার সভানেত্রী শাহানা আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।
পরে অতিথিবৃন্দ কারাগার পরিদর্শন ও বন্দিদের সার্বিক খোঁজ খবর নেন।
জেলার মো. তারিকুল ইসলাম জানান, ঝালকাঠি জেলা কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর আওতায় জেলা কারাগারের প্রধান ফটক এবং সাক্ষাতের কক্ষ মনিটরিংয়ে সুবিধা হবে।
আতিকুর রহমান/আরএআর/পিআর