সুন্দরবন লঞ্চে নারী হত্যার ঘটনায় মামলা
ঝালকাঠি-বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-৬ থেকে অজ্ঞাত এক নারী হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার ঝালকাঠি থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হালিম তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলাটি দায়ের করেন।
উপ-পরিদর্শক আব্দুল হালিম তালুকদার জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় সুন্দরবন-৬ লঞ্চ থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই নারীর মরদেহ একটি কেবিন থেকে উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে ওই নারী, আনুমানিক ছয় মাসের এক শিশু এবং দুই জন পুরুষ লঞ্চের মাস্টার কেবিনে ওঠে। তারা মাস্টার কেবিন এক হাজার ৫০০ টাকায় ভাড়া নিয়েছিল।
সকালে লঞ্চটি ঝালকাঠি ঘাটে পৌঁছালে বন্ধ কেবিন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। কোনো পরিচয় না পাওয়ায় ঝালকাঠির পৌর গোরস্থান-২ এ বেওয়ারিশ হিসেবে মরদেহটি দাফন করা হয়েছে।
আতিকুর রহমান/আরএআর/এমএস