ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ সদস্যদের মাদক থেকে দূরে থাকতে হবে

প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান বলেছেন, মাদক থেকে ঝালকাঠি জেলা পুলিশের প্রতিটি সদস্যকে দূরে থেকে জনগণের সেবা করতে হবে।

তিনি বলেন, পুলিশের দ্বারা কোনো নিরাপধার ব্যক্তি যদি হয়রানির স্বীকার হয়, তাহলে ওই পুলিশ অফিসারকে বিভাগীয় আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হবে।

রোববার দুপুরে ঝালকাঠি পুলিশ লাইন্সে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, আপনারা কোনো আসামিদের পক্ষ নিয়ে তাদের ছাড়ানোর জন্য থানায় আসবেন না। পুলিশের সঙ্গে টাকা-পয়সা নিয়ে দেন দরবার করবেন না। তাহলে জনগণ পুলিশের কাছ থেকে প্রকৃত সেবা পাবে। বাংলাদেশ পুলিশ কোনো রক্ত চোক্ষুকে ভয় পায় না।

ডিআইজি আরো বলেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনো ঘোপটি মেরে আছে। তারা চাইছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। তাদের প্রতি সোচ্চার হতে হবে।

পুলিশ সুপার মো. জুবায়েদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব, সিভিল সার্জন ডা. আব্দুর রহিম, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও পিপি অ্যাড. আব্দুল মান্নান রসুল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকাদর প্রমুখ।

আতিকুর রহমান/এআরএ/পিআর