ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাদেশ যেকোনো মূল্যে জঙ্গিমুক্ত থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০২:৫১ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সব জঙ্গিকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেকোনো মূল্যে বাংলাদেশ জঙ্গিমুক্ত থাকবে।

বুধবার বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছার‌ছিনা দরবার শরিফে তিন‌ দিনব্যাপী ১২৬তম বা‌র্ষিক ঈছালে ছওয়াব মাহ‌ফিলের আখেরি মোনাজাতে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছার‌ছিনা দরবার শরিফের পীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ আখেরি মোনাজাত প‌রিচালনা করেন।

পীর ছাহেব কেবলা মাহফিল ময়দানে উপস্থিত ভক্ত ও মুরিদানদের উদ্দেশে বলেন, আপনার সন্তানকে হক্কানি আলেম বানাতে মাদরাসার কোনো বিকল্প নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শান্তি বিনষ্টকারী দুষ্ট লোকদের কঠোর হাতে দমন করতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে পবিত্র কোরআন তেলাওয়াত করে দিনের কাজকর্ম শুরু করেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি একজন অত্যন্ত ধর্মপরায়ন ও শান্তিকামী মানুষ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ‌কেএমএ আউয়াল, ব‌রিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার মো. গাউস, ব‌রিশাল রেঞ্জের ডিআই‌জি শেখ মারুফ হাসান, পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ ও পু‌লিশ সুপার মো. ওয়া‌লিদ হোসেন প্রমুখ।

হাসান মামুন/এএম