ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ঘাঘা চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

নড়াইলে ১৬ দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ঘাঘা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আমাদা জাগরণী সংঘের আয়োজনে বুধবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

দত্তপাড়া বনাম ঘাঘা ফুটবল একাদশের মধ্যকার খেলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ঘাঘা ফুটবল একাদশ বিজয়ী হয়।

এর আগে খেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, অ্যাডভোকেট এমএম আলাউদ্দিন, আবুল কাশেম খান, আলী আহম্মেদ খান, গাজী শাহিদুর রহমান ইদ্রিস, খেলার উদ্যোক্তা সুলতান আহম্মেদ রিন্টু, মহাসিন উদ্দিন শেখ, জব্দুল শেখ প্রমুখ।

হাফিজুল নিলু/বিএ