ঝালকাঠি বিএনপির সভাপতি মন্টু সম্পাদক নুপুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ঝালকাঠি জেলা বিএনপির কমিটি ঘোষণা ঘোষণা করেছেন।
এতে ঝালকাঠি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টুকে সভাপতি ও মিঞা আহমেদ কিবরিয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং মনিরুল ইসলাম নুপুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন।
এছাড়া অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে যুগ্ম সম্পাদক ও মেহেদী হাসান বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজাপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের বাসভবনের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চান প্রমুখ।
মো. আতিকুর রহমান/এএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’