ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে বাংলাদেশ বেতারের `বহিরাঙ্গন`

প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০৮ ডিসেম্বর ২০১৬

শরীয়তপুরে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় বাংলাদেশ বেতার আয়োজিত `বহিরাঙ্গন অনুষ্ঠান` অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় ও প্রকল্প পরিচালক, শিশু  ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের অতিরিক্ত সচিব সরাফ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের উপ-পরিচালক (অনুষ্ঠান) সালাউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান ও সিভিল সার্জন মো. মশিউর রহমান।

Bangladesh

পরে রাতে কনসার্টের আয়োজন করা হয়। হাজারো দর্শকের মাঝে গান পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ানের নিশিতা বড়ুয়া, চ্যানেল আইয়ের সেরাকন্ঠ প্রয়াংকা বিশ্বাস ও আশিকসহ জনপ্রিয় কন্ঠশিল্পীরা। গানের বিরতীতে শিল্পীরা শুনিয়েছেন শিশু ও নারী উন্নয়নের যোগাযোগ বার্তা।

অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে রেডিও তুলে দেন বাংলাদেশ বেতারের উপ-পরিচালক (অনুষ্ঠান) সালাউদ্দিন আহমেদ।

ছগির হোসেন/এফএ/আরআইপি