দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করলে বহিষ্কার : মোশাররফ
জেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
শনিবার বিকেল ৩টার দিকে মাদারীপুরে সরকারি প্রশাসনিক বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, যারা আমাদের সংগঠনের মধ্যে রয়েছে তারা যদি নির্বাচনে অংশ নেয় তাহলে প্রথমে তাদেরকে বোঝানো হবে। তারপরেও না মানলে সে তার নিজস্ব শক্তিতে প্রার্থী হবে। এখানে আমাদের কিছইু করার নেই। তবে আমাদের দলের কার্য নির্বাহীর আপাতত সিদ্ধান্ত রয়েছে, যারা দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবে তাদের বহিষ্কার করা হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সেনাবাহিনী মোতায়েনের দাবিকে হাস্যকর ও অযৌক্তিক বলে উল্লেখ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এ সময় মন্ত্রী মাদারীপুরের সব সরকারি প্রশাসনিক অফিসসমূহকে একত্রে করার জন্য ১০তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সুধী সমাবেশে বক্তব্য দেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী, প্রকল্প পরিচালক মোহাম্মদ মনির আহমেদ প্রমুখ। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের বরিশাল জোনের প্রধান প্রকৌশলী জয়নুল আবেদীন, পরিচালনা করেন মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ ইয়ামিন উল ইসলাম।
এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআই