বাল্যবিবাহ হতে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী
ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার সকালে ইউএনও আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলামের নির্দেশে এ বিয়ে বন্ধ করা হয়।
ইউএনও জানান, উপজেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা আজগর আলীর মেয়ে মুর্শিদা বেগমের (১৩) সঙ্গে একই ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী আবদুর নবীর ছেলে মো. আলমের (৩৫) শুক্রবার বিয়ের কথা ছিল।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হককে পাঠিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়াও উভয় পরিবারকে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ রাখারও নির্দেশ দেন।
বিএ/আরআই