নবগঙ্গা থেকে হাতা-পা বাঁধা মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের জালালসী এলাকায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জালালসী গ্রামের আবুল হোসেনের বাড়ির পাশের নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন নলদী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, মরদেহটির গলা ও হাত-পা রশি দিয়ে বাঁধা রয়েছে। লোকটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচাজ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাফিজুল নিলু/আরএআর/এমএস