ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ১৫

প্রকাশিত: ১০:১১ এএম, ১৩ ডিসেম্বর ২০১৬

নড়াইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে নড়াইল-গড়েরহাট সড়কের দলজিতপুর ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও  প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে গড়েরঘাট থেকে নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা  যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্র-চ-৬৪১৭)  সড়কের দলজিতপুর ঈদগাহ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে নড়াইল শহর হতে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

নড়াইল টাউন দারোগা (টিএসআই) পান্নু সিকদার জানান, আহতদের উদ্ধার করে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়িতে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার পাশের খাদে পড়ে আছে। তবে চালক পালিয়ে গেছে।

হাফিজুল নিলু/আরএআর/এমএস