ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক

প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬

শরীয়তপুরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে মাদারীপুর চাপতলি  গ্রাম থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- মাদারীপুর জেলার সদর থানার চাপতলি  গ্রামের মৃত কেরামত সরদারের ছেলে ফজলে সরদার (৪০) ও কামাল সরদার (৩৫)।

পালং মডেল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর গুলজার আলম বলেন, গত ১১ ডিসেম্বর এসিআই ওষুধ কোম্পানির  শরীয়তপুর জেলার এরিয়া মার্কেটিং ম্যানেজার বিপ্লব কুমার সরকাররে মোটরসাইকেল চুরি হয়। পরে তিনি ওই দিন  পালং মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে মোটরসাইকেল চোর চক্রটিকে ধরতে চেষ্টা করি। সোমবার রাতে পুলিশের একটি দল  মাদারীপুর জেলার সদর থানার চাপতলি  গ্রাম থেকে ওই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই জনকে আটক করি। আটক করে পালং মডেল থানায় তাদের নিয়ে আসি। আটকরা সম্পর্কে দুই ভাই।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতা আটক কামাল সরদার ও ফজলে সরদার। দেশের বিভিন্ন এলাকা  থেকে মোটরসাইকেল চুরি করে এনে বিক্রি করে আসছিল। এছাড়াও আটকরা  মোটরসাইকেলের ইঞ্জিন, চেসিস নম্বর পরিবর্তন করে বিআরটিএর ভুয়া কাগজপত্র বানিয়ে সাধারণের কাছে বিক্রি করে প্রতারণা করতো।আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠোনো হয়েছে।

মো. ছগির হোসেন/আরএআর/আরআইপি