ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভ্যাট ন্যায্যতা বিষয়ক ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

‘ভ্যাট ন্যায্যতা নিশ্চিত কর, আর্থিক বৈষম্য দূর কর, শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক সেবা খাতের ভ্যাট বাতিল কর’ বিষয়কে সামনে রেখে পিরোজপুরে প্রতীকী মানববন্ধন ও অভিনব প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা কমিটি আহ্বায়ক কাজী মুজিবুর রহমান, সদস্য সচিব জিয়াউল আহসান, সদস্য খালিদ আবু, মিনারা বেগম ও খালেদা আক্তার হেনা।

বক্তারা বলেন, দেশের প্রতিটি মানুষের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভ্যাট কেটে নেয়া হচ্ছে অথচ এ ভ্যাট সঠিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে।

তারা বলেন মৌলিক সেবা সমূহের উপর থেকে ভ্যাট কমাতে হবে। ধনী লোকেরা ভ্যাট ফাঁকি দেয় কিন্তু গরীবের সে সুযোগ নেই। তারা প্রতি নিয়ত যে পণ্য সামগ্রী ক্রয় করছে তার উপর ভ্যাট জমা দিচ্ছে। দেশের বড় ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠান কর ও ভ্যাট ফাঁকি দিচ্ছে। তাদের এ ফাঁকির দায় গরীবের ওপর চাপানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, আমরা ভ্যাটের বিপক্ষে নয়, দেশের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের অর্থের একটি বিরাট অংশ আমাদের প্রদত্ত কর ও ভ্যাটের দ্বারা সম্পন্ন হয়। তাই ভ্যাটের অর্থ সঠিকভাবে আদায় এবং সরকারি কোষাগারে জমা প্রদানের নিশ্চয়তা সরকারকেই দিতে হবে।

এ ছাড়া গরীবের উপর ভ্যাটের বোঝা কমিয়ে ধনীদের কাছ থেকে সঠিকভাবে ভ্যাট আদায় করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

হাসান মামুন/এএম/এমএস