ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লালপুরে অস্ত্রসহ আটক ৬

প্রকাশিত: ১১:১৮ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

নাটোরের লালপুরে দুটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর চিনিবটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বুধবার দুপুরে একদল যুবক উপজেলার রামকৃষ্ণপুর চিনির বটতলা এলাকায় জড়ো হয়। এসময় খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ ছয় জনকে আটক করে।

আটকরা হলেন- লালপুর উপজেলার বিরোপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২২), একই এলাকার জমির উদ্দিনের ছেলে জনি (২০), দুলাল ইসলামের ছেলে সুমন হোসেন (২৫), আজাদুল ইসলামের ছেলে জীবন হোসেন (১৮), সোনা মিয়ার ছেলে শিমুল হোসেন (১৯) এবং উপজেলার মোহরকয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিন হোসেন (১৯)।

ওসি আরও জানান, আটককৃতরা সরকারদলীয় সমর্থক। এ ঘটনায় লালপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস