ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধায় ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আগামী শনিবার (১৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত পালিত হয়। এতে করে জেলার যাত্রীসাধারণ চরম বিপাকে পড়েন।

গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির দু’গ্রুপের সংঘর্ষ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ধর্মঘটের ঘোষণা দেয় জেলা মোটর মালিক সমিতি ও জেলা ট্রাক, ট্যাংকলরি মালিক সমিতি।

এছাড়া একই ঘটনার প্রতিবাদে জেলা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠানেও ধর্মঘট শুরু করে গাইবান্ধা শিল্প ও বণিক সমিতি। তবে বুধবার দুপুর ১টায় ব্যবসা প্রতিষ্ঠানের ধর্মঘট স্থগিত করা হয়।

জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন রাতে মুঠোফোনে জানান, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের কারণে বুধবার রাত ৮টায় জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুস সামাদের মধ্যস্থতায় আগামী শনিবার ভোর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্মঘট স্থগিত করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জিল্লুর রহমান পলাশ/বিএ

আরও পড়ুন