ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের ১০ দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬

শরীয়তপুরের জাজিরা উপজেলার মল্লিক কান্দি গ্রাম থেকে নিখোঁজের ১০ দিন পর মো. রুবেল সরদার (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো. রুবেল সরদার সেনেরচর ইউনিয়নের মানিকনগড় গ্রামের মো. মালেক সরদারের ছেলে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গত ৪ ডিসেম্বর রাতে এশারের নামাজের পর গান শুনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রুবেল। এরপর  থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত ৫ ডিসেম্বর রুবেলের পরিবার জাজিরা থানায় একটি সাধারণ ডায়রি করেন।

শুক্রবার সকাল ১০টার দিকে মল্লিক কান্দি গ্রামের মসজিদের পাশের ঝোঁপের ভেতর একটি লাশ পড়ে থাকতে  দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটিকে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মো. ছগির হোসেন/জেডএ