ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৮:১৮ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬

দৈনিক জনতার গাইবান্ধা প্রতিনিধি ও স্থানীয় জনসংকেত পত্রিকার স্টাফ রিপোর্টার মিলন খন্দকারের উপর হামলা মামলার আসামি মো. রিয়াজ আহম্মেদকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রিয়াজ আহম্মেদ ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরে অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে রিয়াজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সাংবাদিকের উপর হামলার মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া মামলার অজ্ঞাত আসামিদের সনাক্ত ও তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, মিলন খন্দকার দুইজন সাংবাদিকসহ গত বৃহস্পতিবার দুপুরে দলিল লেখকদের কর্মবিরতির সংবাদ সংগ্রহ করতে জেলা রেজিস্টার কার্যালয়ে গেলে গাইবান্ধা দলিল লেখক সমিতির সভাপতি নুর-এ হাবিব টিটোন ও তার লোকজন সাংবাদিক মিলন খন্দকারকে গালিগালাজ ও তার উপর হামলা চালিয়ে মারধর ও ক্যামেরা ভাঙচুর করে। এ ঘটনায় চারজনকে আসামি করে সদর থানায় মামলা করেন মিলন খন্দকার।

জিল্লুর রহমান পলাশ/এফএ/জেআই